শুক্রবার, ২০ মে ২০২২, ০৭:৪১ অপরাহ্ন
ওমর ফারুক,নওগাঁ জেলা প্রতিনিধি:
আজ পহেলা বৈশাখ। পুরাতন বছরকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে আজ যুক্ত হবে ১৪২৯ সন। টানা দুই বছর করোনা মহামারির কঠিন পরিস্থিতি কাটিয়ে এবার বাংলা নববর্ষ উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার উপজেলা চত্বরে এসে মঙ্গল শোভাযাত্রা শেষ হয়।
বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে নেতৃত্বদেন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ অনিক ইসলাম, আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ,
উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ আমিনুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় বাংলার গ্রামীন ঐতিহ্য দিনকে ঘিরে অতিতকে ধরে রাখতে হলুর শাড়ী পড়ে গ্রামীন বধু সেজেছে ছোট ছোট শিশুরা। কেওবা গামের লুঙ্গী পরে, গামছা ঘাড়ে নিয়ে গ্রামের সেই ছোট বেলা তুলে আনাসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে।
Leave a Reply