বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১০:০০ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
জনপ্রিয় মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার কেনার প্রস্তাব দিয়েছেন টেসলা প্রধান ইলোন মাস্ক। শেয়ারপ্রতি ৫৪ দশমিক ২০ মার্কিন ডলার দরে ৪ হাজার ১০০ কোটি ডলারে সামাজিক যোগাযোগ মাধ্যমটি কিনে নিতে চান তিনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে এই প্রস্তাব নথি আকারে জমা দিয়েছেন মাস্ক। খবর বিবিসি।
গত ১৪ মার্চ প্রায় ২৮৯ কোটি ডলারে টুইটারের ৭ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ৯৩৮টি শেয়ার কিনে নেন টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলোন মাস্ক। ৯.২ শতাংশ মালিকানা নিয়ে টুইটারের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার এখন তিনি। বর্তমানে তার মালিকানা সংস্থাটির প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির চেয়ে ৪ গুণ বেশি। তবে এতেও সন্তুষ্ট নন এই টেক ব্যক্তিত্ব। মাইক্রোব্লগিং সাইটটির পুরো মালিকানাই তার চাই। তার মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমটির ‘অমিত সম্ভাবনা উন্মোচন’ করার জন্য তিনিই একমাত্র সঠিক ব্যক্তি।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায় জমা দেয়া নথিতে টুইটারের বোর্ডের প্রতি বার্তা প্রদান করেছেন তিনি। বার্তায় তিনি বলেন, তার প্রস্তাব গ্রহণ করা না হলে শেয়ারহোল্ডার হিসেবে তার অবস্থান পুনর্বিবেচনা করবেন। তার মতে, সংস্থাটির ব্যবসা ব্যক্তি মালিকানায় যাওয়া উচিৎ।
প্রস্তাবটি দিয়ে তিনি নিছক কোনো খেলা খেলছেন না বলে জানিয়েছেন মাস্ক জানান। তার বিশ্বাস, শেয়ারের যে উচ্চ মূল্য তিনি প্রস্তাব করেছেন তা শেয়ারহোল্ডারদের পছন্দ হবে।
এর আগে মাস্কের টুইটারের পরিচালনা বোর্ডের সভায় যোগ দেওয়ার কথা ওঠে। পরে মাস্ক নিজেই বোর্ড সভায় যোগ না দেওয়ার কথা জানান।
Leave a Reply