সোমবার, ২৩ মে ২০২২, ০৬:০৩ পূর্বাহ্ন
একটি গোলাপ
অন্নপূর্ণা দাস
নবনীতা দেবব্রতকে একটি গোলাপ দিতে চায়,
পুরনো রাগ-অভিমান ভুলে,
নতুন ভাবনায় নতুন রূপে গ্রহণ করবে বলে, দেবব্রত কি সেই ফুল নেবে?
যুদ্ধু থেমে গেছে ,
হয়তো আবার কোথাও শুরু হচ্ছে নতুন পরিকল্পনা, পৃথিবী এগিয়ে চলছে নতুন ভোরের সন্ধানে
আমি আর তুমি না হয় একটু
বাতায়নে হাতেহাত রেখে দেখলাম চৈত্রের শেষ সূর্যাস্ত, আজ না হয় একটু অন্য আবদার করলাম তোমার কাছে আমি, বেদনা গুলোর স্মৃতিমন্থন করলাম,
নতুন ভোরের নতুন আশার আলো নিয়ে
নতুন সূর্যের রশ্মিকে গ্রহণ করবো, পৃথিবীর শ্রেষ্ঠ উন্নত জীব মানুষ ,
না হয় সত্যিই মানুষ হবে এই আশা নিয়ে।।
Leave a Reply