স্টাফ রিপোর্টার : যশোর জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আজিজুর রহমানের সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) শহরের ক্যান্টিন হোটেলে জেলা শ্রমিকলীগের সহ-প্রচার সম্পাদক শেখ তৌহিদুর রহমান শাহীনের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা ইজিবাইক শ্রমিকলীগের আয়োজনে অনুষ্ঠানটি হয়। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু।জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি সালাউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সহ-সম্পাদক সাইফুল ইসলাম মাসুম, মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক চঁান মিয়া, সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক শেখ আব্দুর রফিক, সদস্য খায়রুজ্জামান আলম, সিরাজুল ইসলাম, মীর আকরাম হোসেন মনি, জেলা যুব শ্রমিকলীগের সহ-সভাপতি ফিরোজ মাসুম সোহেল, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক নূর ইসলাম আলো, যুবলীগ নেতা জাহিদ হাসান, সোহেল ইরফান, জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল রানা প্রমুখ।
দোয়া মাহফিল থেকে আজিজুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply