সোমবার, ২৩ মে ২০২২, ০৫:৩২ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক:
আইসিসি’র ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন বাবর আজম। সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্য দুই প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্রাথওয়েটকে পেছনে ফেলে মার্চ মাসের সেরা হয়েছেন পাকিস্তানের অধিনায়ক।
গত মাসের আন্তর্জাতিক ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনায় এই মনোনয়ন দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেরা নির্বাচিত হওয়া বাবর দুর্দান্ত খেলেছেন দুই যুগ পর পাকিস্তান সফরে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে।
সদ্য সমাপ্ত বেনো-কাদির ট্রফিতে উসমান খাজা ও আবদুল্লাহ শফিকের পর তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ৭৮ গড়ে দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে ৩৯০ রান করেন পাকিস্তানি অধিনায়ক। তার মধ্যে করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ম্যাচ বাঁচানো ১৯৬ রানের ইনিংস খেলেন বাবর।
ওয়ানডে সিরিজেও হেসেছে তার ব্যাট। প্রথম দুই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে বাবরকে। প্রথম ম্যাচে পাকিস্তান ৮৮ রানে হারলেও ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। তবে দ্বিতীয় ওয়ানডেতে ১১৮ রানের ইনিংস খেলে পাকিস্তানকে ৬ উইকেটের জয় এনে দেন বাবর।
মেয়েদের মধ্যে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার র্যাচেল হেইন্স। নারী ওয়ানডে বিশ্বকাপে দেশকে শিরোপা জেতানোর পথে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তিনি।
Leave a Reply