মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, ০৪:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কেএম আবু নওশাদ বুধবার দুপুরে জেনারেল হাসপাতালে অভিযান চালায়। এ সময় তিন দালালকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। সাজাপ্রাপ্তরা হচ্ছে যশোর ঘোপ নওয়াপাড়া রোডের অলোক দাসের ছেলে পল্লব দাস, যশোর সদরের বসুন্দিয়া এলাকার মাসুদ আলীর ছেলে রেজাউল ইসলাম,একই উপজেলার বিরামপুর এলাকার মৃত আলী হোসেনের ছেলে আলম হোসেন খান।
পেশকার শেখ জালাল উদ্দিন জানান,যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীর স্বজনদের সাথে প্রতারণা, ভুল তথ্য দিয়ে ক্লিনিকে নিয়ে যাওয়া অভিযোগে পল্লব দাস, রেজাউল ইসলাম ও আলম হোসেন খানকে আটক করে যশোর ভ্রাম্যমাণ আদালত।
Leave a Reply