শুক্রবার, ২০ মে ২০২২, ০৭:১০ অপরাহ্ন
রুপবতী বাংলা মাস
খালেদা বেগম লাভলী
অন্তরেতে চৈত্রের খড়া,বৈশাখও দেখি পোড়ে,
সাঁই সাঁই বরষা দু’নয়নে যেন শ্রাবন ধারায় ঝড়ে।
আম,জাম,কাঁঠালের মৌ মৌ গন্ধে আকুল মধুমাস,
লিচু,জামরুলের শাখায় জাগে আনন্দ – উচ্ছাস।
আষাঢ় কেমন ছাপিয়ে দিয়েছে বহতা নদীর কুল,
আগের মত কেন জাগায় না সারা আশ্বিনের কাশফুল?
ভাদর মাসে গেঁও চাষীদের হালুটির হয় শেষ,
হেমন্তকে বরিয়া লইতে কার্ত্তিকও কাটে বেশ।
অগ্রহায়ণের নবান্ন উৎসবে মেতে উঠে গ্রামবাসী,
মলিদা,পিঠা,পায়েশের আসে থাকে সবে উল্লাসী।
কুয়াশার চাদর মুড়ো দিয়ে আসে হার কাঁপানো শীত,
খেজুর গাছ আর ধান কাটতে তারা হরষে ধরে যে গীত।
পৌষ – মাঘে গাঁয়ে হরেক ব্যস্ততা, কাজের যে নেই শেষ,
মুগ,মুশুরী, ছোলা, কলাই বোনা চলছেই হরহামেশ।
পুরো গাঁ জুড়ে সব্জি চাষেরও পরে যায় যে ধুম,
স্বপ্ন দেখে রাতভর চাষী চোখেতে আসেনা ঘুম।
ফাগুন মাসেতে শীত কমে আসে, দখিনা বাতাস বয়,
বসন্ত বরণে সারা দেশ তখন আনন্দে মুখোর হয়।
Leave a Reply