রবিবার, ২২ মে ২০২২, ০৪:৩৫ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোরে একটি দুর্নীতি মামলায় দন্ডপ্রাপ্ত দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড যশোরের নওয়াপাড়া শাখার সাবেক ম্যানেজার রেশাদ মো.আব্দুল আজিমকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার তিনি আদালতে আত্মসমর্পণ করলে স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতে বিচারক মোহাম্মদ সামছুল হক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশে দেন। দন্ডপ্রাপ্ত (চাকরিচ্যুত) রেশাদ মো. আব্দুল আজিম খুলনা শেরেবাংলা রোডের বানিয়াখামার এলকার মৃত শেখ শতকত আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। এরআগে গত ২৩ মার্চ একই আদালত রেশাদ মো. আব্দুল আজিমকে সাত বছর সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডে আদেশ দেন। একই সাথে আত্মসাৎকৃত সাত লাখ ৮২ হাজার টাকা রাষ্ট্রের অনুকুলে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
মামলার অভিযোগে জানা গেছে, ২০০৭ সালের ১২ ফেব্রুয়ারি রেশাদ মো. আব্দুল আজিম নওয়াপাড়া বাজার শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। এরপর এ ব্যাংকের কর্মকর্তা ইদ্রিস আলী ও শেখ আব্দুল হোসেনের সহযোগীতায় ব্যবস্থাপক মোটা অংকের টাকা আত্মসাত করেন। এ ঘটনায় তৎকালিন ম্যানেজার মো.সুলতান সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা করেন। তদন্ত উঠে আসে, আসামি ব্যবস্থাপক রেশাদ মো.আব্দুল আজিম উপরে উল্লেখিত টাকা দুর্নীতির মাধ্যমে আত্মাসাত করেছেন । আদালত এ মামলায় রায় ঘোষণা করেন। আসামি সেসময় পলতক ছিলেন। রোববার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Leave a Reply