সোমবার, ১৬ মে ২০২২, ১১:৫৩ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
জমি নিয়ে বিরোধের জেরধরে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নুরপুর উত্তরপাড়ায় পিতা-পুত্রকে মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। আসামি করা হয়েছে একই গ্রামের ৭জনকে।
আসামিরা হলো, মৃত চান্দালী খাঁর পাঁচ ছেলে আব্দুল জলিল (৪৮), বিল্লাল হোসেন মান্না (৪৫), আব্দুল জব্বার (৫২), আব্দুল খালেক (৫৬) ও আব্দুল মালেক (৫৪), মৃত বাবর আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৮) ও খালেক খাঁ’র ছেলে আজিজুর রহমান (২৬)।
ওই গ্রামের শরিফুল ইসলাম (৪১) এজাহারে উল্লেখ করেছেন, আসামিদের সাথে বিজয়নগর ও তুলানুর মৌজা জনি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। যে কারণে আসামিরা প্রায় সময় তাদের মারপিট ও খুন জখমের হুমকি দিয়ে আসছিল। গত ৪ এপ্রিল সকাল সোয়া ১০টার দিকে তিনি ও তার পিতা বিজয় নগরের জমিতে কাজ করে বাড়ি ফিরছিলেন। নূরপুর উত্তরপাড়ার আজিজার চায়ের দোকানের সামনে পৌছালে আসামিরা বাঁশ ও কাঠের লাঠি, লোহার রড প্রভৃতি দিয়ে আক্রমন করে। তারা মারপিতাকে পিটিয়ে জখম করে। তিনি ঠেকাতে গেলে তাকেও মারপিটে জখম করে। এ সময় তাদের চিৎকারে বাড়ির নারীরা এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করা হয়। পড়নের কাপড় টেনে শ্লীলতহানী ঘটানো হয়। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। তিনি ও তার পিতা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
Leave a Reply