মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১২:৩০ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
রাস্তায় নিয়ন্ত্রণ হারা পিকআপ (যশোর-ন-১১-০০৩৯) গাছের সাথে ধাক্কা খেয়ে কেড়ে নিলো হেলপার রিযাজুলের (৫৫) প্রাণ। তিনি গোপালগঞ্জের কোটালিপাাড়া উপজেলার সেনারগাতী গ্রামের নিজাম তালুকদারের ছেলে।
এই ঘটনায় চালক সবুর হোসেন (৩২) আহত হয়েছেন। তিনি কোটালিপাড়া থানার কান্দি গ্রামের জাবির শেখের ছেলে।
আর ঘটনাটি ঘটেছে রোববার যশোর সদর উপজেলার (যশোর-নড়াইল সড়কের) করিমপুর নামকস্থানে। নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার ওসি এসএম শহিদুর রহমান জানিয়েছেন, নড়াইলের দিক থেকে যশোরে যাওয়ার উদ্দেশ্যে একটি পিকআপ বাঘারপাড়া উপজেলার করিমপুর নামকস্থানে পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মেহগুনি গাছে ধাক্কায় দেয়। সাথে সাথে গাড়িটি ভেঙ্গে দুমড়েমুছড়ে যায়। পথচারিরা ট্রাক থেকে চালক ও হেলপারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই হেলপার রিয়াজুল প্রাণ হারান। চালক সবুর হোসেন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানিয়েছেন, দুর্ঘটনায় কবলিক গাড়িটি উদদ্ধারকরে হাইওয়ে থানায় নেয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply