শুক্রবার, ২০ মে ২০২২, ০৮:৫৮ অপরাহ্ন
মাহে রমাদান
এম এ কাসেম অমিয়
এগারটি মাস পার করে আজ দুয়ারে রমাদান
সব ছেড়ে আল্লার রাহে করতে সিয়াম সাধন।
তাঁর ভয়ে করবো না পান একফোঁটা জল
দিবেন তিনি নিজ হাতে মোদের কষ্টের ফল।
রমজানের শিক্ষা নিতে হবে দীক্ষা অন্যায় অবিচার করবো দুর
ঝগড়া বিবাদ করবো নাকো গাইবো মানবতার সুর।
পরনিন্দা পরচর্চা হতে দুরে রইবো করবো না গীবত।
হিংসা-বিদ্বেষ ভুলে যাব মোরা অহংকার করবো রহিত।
ষড়রিপুর তাড়োনা থেকে করতে হবে সংযম সাধন
লোভ লালসা পরিহার করে করতে হবে চরিত্র গঠন।
তাকোয়ার আগুনে পুড়ে পুড়ে মোরা হয়ে যবো খাটি মানুষ;
ক্ষনিকের দুনিয়ায় সবই মিছে সবই যেন ফানুস।
সমাজে যত ভূখা-নাঙ্গা আছে যত গরীব দুঃখী!
যাকাত ফেতরা মানত ছদকা করবো দান করবো খুশি।
ধনী গরীব ভেদাভেদ ভুলে চলবো সমানে সমান
ইসলামের শিক্ষা বিলাবো মোরা গাইবো সাম্যের গান।
রমাদান শেষে ঈদের মাঠে একসাথে সবে জুটি;
হাসি আর খুশি বিলাবো মোরা দুহাতে মুঠি মুঠি।।
Leave a Reply