মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১২:২০ পূর্বাহ্ন
মাহে রমজানে তাঁর কাছে প্রার্থনা
গোলাম কবির
ভালো থাকতে কে না চায়
তবুও ভালো থাকা কি হয় সবসময়ই!
তারপরও মিথ্যে করে অনেক সময়
বলে ফেলি ভালো আছি,
আলহামদুলিল্লাহ!
হ্যাঁ, অবশ্যই ভালো আছি অনেকের চেয়ে!
খাচ্ছি দাচ্ছি, ঘুমাচ্ছি, ফিটফাট হয়ে
ঘুরে বেড়াচ্ছি শহরের অলিগলি, মসজিদে
গিয়ে জামাতে সালাত আদায় করছি,
সু্স্থ আছি এটা কি ভালো থাকা নয়?
কিন্তু আমরা হারিয়েছি আমাদের বিবেক,
আমাদের সহৃদয়তা শূন্য হয়ে গেছে
অসহায় মানুষের প্রতি, নারীর প্রতি
তাদের প্রাপ্য সম্মান দিতে ভুলে গেছি,
একাই সকল সুযোগসুবিধা ভোগ করার
মানসিকতা এসবের কারণে আমরা
প্রকৃত ভালো থাকা থেকে সরে গেছি বারবারই।
আমাদের চোখে হিংসা ও ঈর্ষার আগুন,
আমাদের হৃদয় ভর্তি শুধুই ভোগবিলাস
আর অশ্লীলতায় গা ভাসিয়ে দেয়া,
স্বার্থপরতা ও স্বজনপ্রীতি এবং নৈতিক
অবক্ষয়ের ক্লেদযুক্ত অন্ধকারে পথ
হারিয়ে ফেলা এবং প্রকৃত ধার্মিক না হয়ে
ধার্মিকের অভিনয়ের অস্কার গলায় পরে
সগৌরবে দাপিয়ে বেড়ানো ইত্যাদি কারণে
এখনো কি আর বলার অবকাশ আছে
আমরা ভালো আছি, সবাই ভালো আছি,
আলহামদুলিল্লাহ! তাই দুই হাত তুলে
এই মাহে রমজানের উসিলায় মহান
আল্লাহর কাছে আমাদের কৃত অপরাধের
জন্য ক্ষমাপ্রার্থনা করে আমাদের
প্রকৃত ভালো থাকার জন্য
তাঁর অসীম কৃপা প্রার্থনা করি।
Leave a Reply