বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৮:৩৫ অপরাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক:
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের টুইটার অ্যাকাউন্ট আধঘন্টার জন্য হ্যাক হয়েছিল। শুক্রবার রাতে এ হ্যাকিংয়ের ঘটনা ঘটে বলে জানায় এক জ্যেষ্ঠ কর্মকর্তা। খবর পিটিআই।
হ্যাকাররা যোগী আদিত্যনাথের টুইটার হ্যান্ডেল থেকে ৪০০ থেকে ৫০০ টুইট করেছে বলে জানান সরকারী কর্মকর্তা। ২৯ মিনিট অ্যাকাউন্টটি হ্যাকারদের দখলে ছিল বলে জানান তিনি।
শুক্রবার গভীর রাত থেকে হ্যাকের পর একের পর এক টুইট করা হয়, তারপরেই বিষয়টি নজরে আসে। টুইটার অ্যাকাউন্টে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের প্রোফাইলের ছবি ছিল। হ্যাকাররা সেটি পাল্টে একটি কার্টুনের ছবি ব্যবহার করে। হ্যাকিংয়ের পর ওই টুইটার হ্যান্ডেল থেকে একের পর এক টুইট হতে থাকে। টুইটগুলি দেখেই সন্দেহ হয় ফলোয়ারদের।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের টুইটার অ্যাকাউন্টে ৪০ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে । বিষয়টি নজরে পড়তেই তৎপর হয়ে ওঠেন মুখ্যমন্ত্রীর দফতরের কর্মকর্তারা। কিছুক্ষণ পরেই অবশ্য ওই টুইটার হ্যান্ডেল স্বাভাবিক হয়ে যায়। কারা হ্যাকিংয়ের পেছনে রয়েছে, কেন হ্যাক করা হয়েছিল, শনিবার সকাল পর্যন্ত প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি ।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার টুইটার অ্যাকাউন্টও হ্যাক হয়েছিল।
Leave a Reply