শুক্রবার, ২০ মে ২০২২, ০৮:১৯ অপরাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক:
এ বছর শর্ত সাপেক্ষে ১০ লাখ মানুষকে হজের অনুমতি দিয়েছে সৌদি আরব। স্থানীয়দের পাশাপাশি অন্যান্য দেশের মুসলমানরা এতে অংশ নিতে পারবেন। আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। খবর রয়টার্স
মন্ত্রণালয় জানায়, এবার যারা হজ পালনে আসবেন তাদের বয়স অবশ্যই ৬৫ বছরের নিচে হতে হবে। পাশাপাশি সৌদি সরকার অনুমোদিত কভিড-১৯ প্রতিরোধী টিকার যেকোনো একটির দুই ডোজ নেয়ার সনদ সঙ্গে রাখতে হবে। এছাড়া বিদেশ থেকে আসা হজযাত্রীদের সৌদি আরবে রওনা হওয়ার ৭২ ঘণ্টা আগে পিসিআর পরীক্ষার ফলাফল নেতিবাচক দেখাতে হবে। মক্কায় কভিড-১৯ ছড়িয়ে পড়ার আশংকায় এমন স্বাস্থ্য সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানায় দেশটি।
এর আগে ২০২০ সালে বিশ্বব্যাপী করোনাভাইরাসের তীব্র উপস্থিতি থাকায় মাত্র ১ হাজার স্থানীয় ব্যক্তিকে হজের অনুমতি দেয় সৌদি সরকার। কিন্তু গত বছর বিধিনিষেধ শিথিল করে নেয় দেশটি। অনুমতি পায় শুধুমাত্র স্থানীয় বাসিন্দা ও দেশটিতে অবস্থানরত অন্যান্য মুসল্লিরা। যেখানে অংশ নেয়ার সুযোগ পান মাত্র ৬০ হাজার মানুষ। মহামারীর আগে প্রতি বছর হজে অংশ নিত প্রায় ২৫ লাখ মানুষ।
Leave a Reply