সোমবার, ২৩ মে ২০২২, ০৫:৫৭ পূর্বাহ্ন
সুরুজ আলী,বড়াইগ্রাম থেকে:
নাটোর-ঢাকা মহাসড়কে চাঁদাবাজি বন্ধে করণীয় বিষয়ে সচেতনামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারে ঝলমলিয়া হাইওয়ে থানা কর্তৃক সচেতনতা মূলক প্রচারণায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজওয়ানুল ইসলাম সহ হাইওয়ে পুলিশের অন্যান্য সদস্যরা।
ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজওয়ানুল ইসলাম তার বক্তব্যে বলেন- হাইওয়ে পুলিশ প্রধান অতিঃ আইজি জনাব মল্লিক ফখরুল ইসলাম,বিপিএম,পিপিএম এর নির্দেশনা অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা,পন্যবাহী যানবাহন সুষ্ঠ যাতায়াত নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর। তিনি আরো বলেন, হাইওয়ে থানার কোন অফিসার বা ফোর্স চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকবে না এবং মটর মালিক ও শ্রমিক সদস্যদের কেও চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মহা সড়কে চাঁদাবাজি সঙ্গে কোন আপোষ নয়।”
সচেতনামূলক প্রচারণায় তিন চাকার যানবাহন মহাসড়ক চলাচল না করার জন্য তিন চাকার গাড়ির চালকদের নিরুৎসাহিত করা হয়। এবং মহাসড়কের সাথে লাগোয়া ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়।
Leave a Reply