বুধবার, ১৮ মে ২০২২, ১২:০৩ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোর সদর উপজেলার ঘুরুলিয়ায় এক নারীকে মারপিট ও জখমের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মঙ্গলবার কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করেছেন তপন বিশ্বাসের স্ত্রী ভুক্তভোগী দিপালী বিশ্বাস।
অভিযোগে বলা হয়, প্রতিবেশী মান্দার দাস, জিতেন দাস ও নরেন দাসের সাথে জমিজায়গা নিয়ে তাদের পূর্বশত্রুতা ছিল। জমি নিয়ে আদালতে মামলা করলে রায় দিপালী বিশ্বাসের পক্ষে আসে। পরে ৫০ হাজার টাকা চাঁদা না দিলে জমি দখল করতে দিবে না বলে হুমকি দেয় বিবাদীরা। এ বিষয়ে আদালতে চাঁদাবাজি মামলা করার পর তারা ক্ষিপ্ত হয়ে ২২ মার্চ দিপালী বিশ্বাসের বাড়িতে যেয়ে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। একইসাথে গলায় থাকা ছয় আনা ওজনের একটি সোনার চেইন ছিনতাই করে নেয় তারা। পরে অন্য প্রতিবেশীরা এগিয়ে আসলে বিবাদীরা পালিয়ে যায়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে দিপালী বিশ্বাস নিরাপত্তাহীনতায় রয়েছে দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা তালবাড়িয়া ফাঁড়ি ইনচার্জ এসআই একরামুল হুদা বলেন, বিষয়টি নিয়ে দুই পক্ষের সাথে কথা হয়েছে। াধিকতর তদন্ত চলছে।
Leave a Reply