মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০১:১৬ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক:
কাতার বিশ্বকাপে খেলার স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে রাশিয়ার। কারণ ইউক্রেনে আগ্রাসনের কারণে তাদের ওপর অনির্দিষ্ট কালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে ফিফা ও উয়েফা। যার ফলে বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপিয়ান প্লে-অফ খেলতে পারেনি তারা। পরে রাশিয়ার ফুটবল ইউনিয়ন ফিফার এই শাস্তির বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদলতে (সিএএস) আপিল করেছিল। সেই আপিল প্রত্যাহার করে নিয়েছে রাশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। আপিল প্রত্যাহারের খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত।
কাতার বিশ্বকাপে খেলতে বাছাইয়ে পোল্যান্ডের সঙ্গে প্লে-অফ সেমিফাইনাল খেলার কথা ছিল রাশিয়ার। কিন্তু পাথ-বি এর দেশটিকে নিষিদ্ধ করার ফলে পোল্যান্ড সেমিফাইনাল না খেলেই সরসরারি প্লে-অফ ফাইনালে চলে যায়। সেখানে তাদের প্রতিপক্ষ সুইডেনকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণও নিশ্চিত করে ফেলেছে। নিষেধাজ্ঞার আগেই পোল্যান্ড রাশিয়ার বিপক্ষে খেলার ব্যাপারে অনাগ্রহ দেখিয়েছিল।
ফিফার বিরুদ্ধে লড়াইয়ের ইতি টানলেও অন্যান্য লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। অন্যান্য খেলা যেমন জিমন্যাস্টিকস, রাগবি, রোয়িং ও স্কেটিংয়ের ওপরেও নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে রেখেছে রাশিয়া।
এরমধ্যে রয়েছে রাশিয়ান ক্লাবগুলোর ইউরোপিয়ান টুর্নামেন্টে খেলার নিষেধাজ্ঞা। উয়েফার এমন সিদ্ধান্তে ইউরোপা লিগে খেলার যোগ্যতা হারায় স্পার্তাক মস্কো। উয়েফা রাশিয়ার নারী ফুটবল দলের ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছে। যার ফলে তারা ইউরোর টুর্নামেন্ট খেলার যোগ্যতা হারিয়েছে।
ইউরোপীয় দেশগুলো ক্ষুব্ধ হওয়ায় রাশিয়া থেকে প্যারিসে সরিয়ে নেয়া হয়েছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালটিও। ২৮ মে শিরোপা নির্ধারণী ফাইনালটি হওয়ার কথা ছিল সেন্ট পিটার্সবার্গে।
Leave a Reply