মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১২:০৩ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
দেশে নভেল করোনাভাইরাসে নতুন শনাক্তের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। এই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। তবে শনাক্তের হার বেড়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত করে শনাক্ত হয়েছেন আরো ৩৬ জন। গতকালও ৩৬ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল অধিদফতর। আর সেটা ছিল মহামারি শুরুর পর দুই বছরের মধ্যে সর্বনিম্ন শনাক্তের সংখ্যা।
স্বাস্থ্য অধিদফতর জানায়, নতুন শনাক্ত ৩৬ জনের পাশাপাশি গতকালকের মতোই আজও করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। আর গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ, যা গতকাল ছিল শূন্য দশমিক ৫২ শতাংশ। শনাক্ত হওয়া ৩৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ৯০৩ জন। এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৯ হাজার ১২৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে পাঁচ হাজার ৯৫৯টি আর পরীক্ষা হয়েছে পাঁচ হাজার ৯১৬টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৪৬২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯১ লাখ ৯৩ হাজার ৭৭২টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৭১ হাজার ৬৯০টি।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৮৫ জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮৬ হাজার ৩৬ জন। দেশে এখন পর্যন্ত করোনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য আট শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬৩ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।
Leave a Reply