রবিবার, ২২ মে ২০২২, ০৪:৫৮ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
অভয়নগরে জমির জাল দলিলের অভিযোগে দুই দলিল লেখকসহ পাঁচজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার নওয়াপাড়ার বুইকারা গ্রামের মৃত আব্দুর রহিম মোল্যার ছেলে শাহিন হোসেন মোল্যা বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ অভিযোগ তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, গুয়াখোলা প্রফেসর পাড়া রোডের বাসিন্দা নজরুল ইসলাম তরফদারের স্ত্রী শ্যামলী আক্তার, গুয়াখোলার ইসাদির দলিল লেখক সিরাজুল হক, শংকরপাশার ইনতাজ আলী ফারজীর ছেলে ফারাজী নাসির উদ্দিন, চেংগুটিয়ার দলিল লেখক সিরাজুল ইসলাম ও গুয়াখোলার মৃত ওলিয়ার রহমানের ছেলে তৌহিদুর রহমান লিপটন।
মামলার অভিযোগে জানা গেছে, ১৯৯৭ সালের ২৭ নভেম্বর শাহিন হোসেন মোল্যা কামরুজ্জামান মজুমদারের কাছ থেকে চার শতক জমি ক্রয় করেন। এরপর এ দাগের ২ শতক জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে তিনি ৬ শতক জমির মালিক হন। এ জমি পরবর্তিতে শাহিন হোসেন মোল্যার নামে হাল জরিপ রেকর্ড হয়ে পর্চা বের হয়। চলতি বছরের ৬ জানুয়ারি আসামি তৌহিদুল রহমান লিপটন একটি দলিলের ফটোকপি নিয়ে শাহিন হোসেন মোল্যার বাড়িতে এসে দেখিয়ে এক শতক জামির মালিক নিজেকে দাবি করেন। ২০০৩ সালের ৩০ সেপ্টেম্বর তিনি শ্যামলী আক্তারের কাছ থেকে দলিলমুলে এ জমি ক্রয় করেছেন বলে দাবি করেন। দলিলে দেখা যায় শাহিন হোসেন মোল্যা ২০০২ সালের ২০ ফেব্রুয়ারি শ্যামলী আক্তারের কাছে এক শতক জমি বিক্রি করে দলিল করে দিয়েছেন। ২০২১ সালের ১১ জানুয়ারি শাহিন মোল্যা এ জমির দলিল তুলে দেখেন আসামিরা একে অপরের সহযোগীতায় জালজালিয়াতি করে একটি ভুয়া দলিল সৃষ্টি করেছে। বিষয়টি স্থানীয় ভাবে মীমংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
Leave a Reply