রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৩:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর জেলা তাঁতী লীগের উদ্যোগে শনিবার মোমিননগর সমবায় সমিতি কার্যলয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন যশোর জেলা তাঁতী লীগের যুগ্ম-আহবায়ক রেজাউল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।
মোজাম্মেল হোসেন মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মোমিননগর সমবায় সমিতির পরিচালক মুক্তিযোদ্ধা ইসহাক আলী, সমিতির সাবেক সহ-সভাপতি আয়ুব হোসেন, জেলা তাঁতী লীগের যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান বাবু, সদস্য মিজানুর রহমান, তাহাজ্বত আলী, যশোর পৌর ছাত্রলীগের আহবায়ক মেহেদী হাসান রনি,এমএম কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত তরুন প্রমুখ। পরে মানবভোজ বিতরণ করা হয়।
Leave a Reply