শুক্রবার, ২০ মে ২০২২, ০৮:৫০ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোর-বেনাপোল সড়কের সদর উপজেলার নিমতলা এলাকায় লাইন বাস উল্টে তোতা মিয়া(৩৪) নামে এক বাসের সুপারভাইজার নিহত হয়েছে। এ সময় অন্তত ১৫ জন যাত্রী কমবেশি আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুপারভাইজার সদর উপজেলার মাহিদিয়া গ্রামের নাজির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে বেনাপোল থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা লাইন বাস(যশোর-জ-০৪-০০৪২) যশোরের দিকে আসছিল।পথিমধ্যে যশোর-বেনাপোল সড়কের সদর উপজেলার নিমতলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাশে পড়ে যায়।
এ সময় বাসের সুপারভাইজার নিহত হয় ও কমবেশি ১৪/১৫ জন আহত হয়। আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
নাভারণ হাইওয়ে থানার ইনচার্জ মুন্জরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন বাসটি নাভারন হাইওযে থানা হেফাজতে আছে এবং মরদেহ নিহতের পরিবারের হেফাজতে দেয়া হয়েছে।
Leave a Reply