শুক্রবার, ২০ মে ২০২২, ০৮:৪৬ অপরাহ্ন
ভাবনার পরিবর্তন
অন্নপূর্না দাস
আমাদের এই নারী দিবসে চাই ভাবনার পরিবর্তন যা বদলে দেবে এই সমাজ,
দেশ এবং পৃথিবী, আমার মনে প্রশ্ন আসে,আচ্ছা নারী কি দূর্বল,
যে আলাদা করে নারী দিবস পালন করতে হবে|
আমি তো মনে করি নারী দূর্বল নয়,যে মা সন্তান জন্ম দেয় ,
ছোট শিশুকে লালনপালন করে সে আর যাই হোক কখনোই দূর্বল নয়,
তাহলে দূর্বলতা কোথায়? আসলে দূর্বলতা হলো আমাদের অজ্ঞতা
আমরা আমাদের শক্তি সম্পর্কে জানিনা,
তার জন্য আমরা নারীরা নারীদের শত্রু
যেমন দেখুন একটি পরিবারে এরজন কন্যা সন্তান হলে
তার শাশুড়ি অথবা নিজের মা তাকে বলবে
আর একটা সন্তান নেওয়া উচিত,তা না হলে বংশ এগোবে না|
কোথাও আবার জোর করা হয় দ্বিতীয় সন্তান ছেলে না হলে,
বৌকে বাড়ি ছাড়তে হবে ইত্যাদি|
এখন দেখা যায় যারা জোর করে তারা বেশির ভাগই নারী,
আবার দেখুন কোন সংসারে শাশুড়ি আর বৌমাকে নিয়ে,
অশান্তি তারও মূলে দুজনেই নারী, আর ঘর থেকে বাহিরে নারী,
ছোট শিশু থেকে বয়ষ্ক যদি কেউ শারীরিক অত্যাচারীত হয়,
তবে দেখবে তাদের নিন্দা নারীরাই বেশি করছে ,
আর যার জন্য তাদের জীবন অত্যাচার হলো,
সে নিশ্চিন্তে সমাজে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে,
তাই নারীদের পুরুষের সাথে লড়াই নয়,
তাদের লড়াই করতে হবে নিজেদের সাথে,
একজন নারী যদি অন্যায় করে তবে আর একজন নারীকে,
সেই নারীর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে,
তাই শাশুড়ি বৌমার দ্বন্দ নয়,
চাই সহানুভূতি ভালোবাসা ছেলে অন্যায় করলে চাই মায়ের শাসন,
ছোট থেকে সেখাতে হবে মেয়েরা মা,কারো বোন,
কারো বধূ তাই অবহেলা নয়,চাই সম্মান, তাই নারী ,
পুরুষ ভেদাভেদ নয়,তারা দুজনেই সমান এক সাথে এগিয়ে যেতে হবে ,
অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে,
সুন্দর সমাজ গঠন করতে হবে,আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখব,
রাজা রামমোহন রায় ,বিদ্যাসাগর এর সতীদাহপ্রথা,
বিধবাবিবাহ প্রচলন করে দুজনেই পুরুষ,
আবার কাদম্বিনীর প্রথম মহিলা ডাক্তার হওয়ার,
পেছনে এগিয়ে এসেছিল তার স্বামী,
তাই লড়াই চাই অন্যায় এর বিরুদ্ধে, ভাবনার পরিবর্তনে।।
Leave a Reply