মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১২:০৪ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’র বিমান বিভ্রাট নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা হয়েছে। বৃহস্পতিবার আইনজীবী বিপ্লব চৌধুরী এ নিয়ে একটি মামলা দায়ের করেন প্রধান বিচারপতির বেঞ্চে। আবেদনে তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ তদন্ত করলেও ভিন্ন ভাবে একটি তদন্ত করা উচিৎ। শুক্রবার সেই জনস্বার্থ মামলার শুনানির সম্ভাবনা বলে জানা গিয়েছে।
সপ্তাহ দুই আগে বারাণসীসফরে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজবাদী পার্টির (SP) হয়ে নির্বাচনী প্রচার সেরে শুক্রবার বিমানে চড়ে কলকাতায় ফেরেন তিনি। বিমানটি দুপুর ২টো ২৮ মিনিটে বারাণসী থেকে ওড়ে। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সর্বক্ষণের নিরাপত্তা আধিকারিকরা। কলকাতায় নামার পনেরো মিনিট আগেই বিভ্রাট হয় বিমানটিতে। দমদম বিমানবন্দরে বিমানটি অবতরণের আগে প্রচণ্ড ঝাঁকুনি হয়। দু’দিকে দুলতে দুলতে বিমানটি নেমে আসতে থাকে। এক নিমেষে প্রায় ১০০ মিটার পর্যন্ত নেমে আসে সেটি। এই ঘটনার পর রাজ্য সরকারের তরফে চাপ দেওয়া হয় ডিজিসিএ-কে। যার জেরে ঘটনা নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়। রিপোর্টে বলা হয়, খারাপ আবহাওয়ার জন্য ATC’র অনুমতি নিয়েই বিমানটি নিচে নামানো হয়েছিল।
Leave a Reply