মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০১:২৬ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ,শহিদ জয়:
বৃহসপতিবার সকালে যশোরের শার্শা সাড়াতলা বাজার সংলগ্ন সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ চত্বরে নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্টিত নবীন বরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ১ নং ডিহি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
Leave a Reply