সোমবার, ২৩ মে ২০২২, ০৪:৪১ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক:
যশোর ডিবি পুলিশ আলাদা অভিযানে অস্ত্র-গুলি ও মাদক দ্রব্যসহ ৬জনকে আটক করেছে।
ডিবি পুলিশ জানিয়েছে, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল পোর্ট থানাস্থ নারায়ণপুর গ্রামের নতুনপাড়ার তিন রাস্তার মোড় থেকে একটি ওয়ান স্যুটারগান এবং দুই রাউন্ড কার্তুজসহ দুইজনকে আটক করা হয়েছে। এরা হলো, রঘুনাথপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আব্দুর রউফ ওরফে রব এবং মানিকিয়া হাটখোলা গ্রামের মৃত ইসলাম শেখের ছেলে আব্দুর রহিম। তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানা একটি মামলা হয়েছে। আসামি রব ইতোমধ্যে আরো একটি অস্ত্র মামলার আসামি। যা আদালতে বিচারাধীন।
অন্যদিকে ডিবির এসআই সাদ্দাম হোসেন জানিয়েছেন, গত বুধবার রাত সোয়া ৮টার দিকে ঝিকরগাছা উপজেলার পাল্লা গ্রামের একটি বাঁশ বাগানের সামনে রাস্তার ওপর থেকে শুভ হোসেন নামে এক যুবককে আটক করা হয়ে। সে পাল্লা গ্রামের উত্তরপাড়ার বাবুল হোসেনের ছেলে। এই ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে।
এসআই আরিফুল ইসলাম জানিয়েছেন, গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে যশোর শহরের ঘোপ জেল রোডস্থ কুইন্স হাসপাতালের সামনে থেকে একশ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়। এরা হলো, সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ফিরোজ হোসেন, নুরুল ইসলামের ছেলে আবু সাঈদ এবং মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে রফিকুল ইসলাম । তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।
Leave a Reply