সোমবার, ২৩ মে ২০২২, ০৬:১৬ পূর্বাহ্ন
স্বাধীনতা তুমি
মো: এমরান
স্বাধীনতা তুমি লাল সবুজের রক্তে ভেজা ফুল
স্বাধীনতা তুমি স্বাধীন বাংলার স্বপ্নের মুল,
স্বাধীনতা তুমি বাংলা মায়ের সন্তানহারা কবিতা
স্বাধীনতা তুমি হাজারো ফুলের পাপড়ি ভরা ছবি টা।
স্বাধীনতা তুমি বীর শহিদের স্বপ্নের ছড়াছড়ি
স্বাধীনতা তুমি মা-বোনদের ইজ্জতে কেনা রবি,
স্বাধীনতা তুমি সাগরের বুকে একটি মাত্র মুক্তা
স্বাধীনতা তুমি ঐতিহাসিক ৭ই মার্চের রক্ষা।
স্বাধীনতা তুমি আকাশের বুকে চন্দ্রে মাখা ফুল
স্বাধীনতা তুমি বাংলা মায়ের রক্তাক্ত কোল,
স্বাধীনতা তুমি একাত্তরের বীর সৈনিকের রক্ত
স্বাধীনতা তুমি স্বাধীন বাংলার এক ঐতিহাসিক সুত্র।
স্বাধীনতা তুমি বাংলাদেশের একটি মাত্র ফুল
স্বাধীনতা তুমি বাংলাদেশের তেরোশত নদীর মুল,
স্বাধীনতা তুমি একাত্তরের বীর মুক্তিযুদ্ধ
স্বাধীনতা তুমি বিশ্বের বুকে এক ঐতিহাসিক সুত্র।
স্বাধীনতা তুমি শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষন
স্বাধীনতা তুমি কাজী নজরুল ইসলামের রচিত আসন,
স্বাধীনতা তুমি আহসান হাবীবের লিখা এক কবিতা
স্বাধীনতা তুমি শিশুকিশোর সর্বহারার ববিতা।
Leave a Reply