বুধবার, ১৮ মে ২০২২, ১২:৩২ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক :
যশোরে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় কোতয়ালি থানায় তিনজনের নামে আলাদা দুইটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গত মঙ্গলবার দুপুর দুইটার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে সদর উপজেলার চাউলিয়া ফকিরপাড়ার (মধ্যপাড়া) সাইদুল ইসলামের (৪২) বাড়িতে অভিযান চালিয়ে ৪০ পুরিয়া গাঁজাসহ তাকে আটক করা হয়। সে ওই গাঁজা তার নিজের ঘরের খাটের নিচে বাটির মধ্যে লুকিয়ে রেখেছিল। সাইদুল ওই এলাকার হোসেন আলী মোল্লার ছেলে।
কোতয়ালি থানার এসআই আনছারুল হক জানিয়েছেন, গত মঙ্গলবার রাত ১০টার দিকে যশোর শহরের বেজপাড়া মেইন রোডস্থ ছয়তলা বিল্ডিং এর পাশের একটি চায়ের দোকানের সামনে থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরব আলী (২৪) নামে এক যুবককে আটক করা হয়। আরব মুড়লী মোড় এলাকার রাজ্জাক আলীর ছেলে। এ সময় তার সহযোগি ইয়াছিন (২৮) পালিয়ে যায়। ইয়াছিন মুড়লী খাঁপাড়ার মৃত গহর আলীর ছেলে। #
Leave a Reply