রবিবার, ২২ মে ২০২২, ০৫:০২ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রায়পুরে গৃহপরিচারিকার চাকরি দেওয়ার কথা বলে ডেকে এনে এক কিশোরীকে ৮০ হাজার টাকায় বিক্রি এবং পরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বুধবার রায়পুর পৌর শহরের নতুন বাজার খেঁজুরতলা এলাকা থেকে দুজনকে আটক করে পুলিশ। পরে সন্ধ্যায় ওই কিশোরীর দাদি বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে থানায় মামলা করেন। মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন দুলাল হোসেন ও তাঁর স্ত্রী ফাতেমা বেগম। মামলায় দুলালকে প্রধান আসামি করা হয়েছে। কিশোরীর অজান্তে জাকির তাকে দুলালের কাছে ৮০ হাজার টাকায় বিক্রি করে দেন।
পুলিশ জানায়, বাড়িতে অভাবের কারণে ওই কিশোরী গৃহপরিচারিকার কাজ করার আগ্রহ প্রকাশ করে। গত রোববার জাকির হোসেন নামের এক ব্যক্তি তাকে উপজেলার চর আবাবিল গ্রাম থেকে রায়পুর পৌর শহরে নিয়ে আসেন। জাকির তাকে রায়পুরের নতুন বাজার এলাকার মুদিদোকানি দুলালের বাসায় রাখেন।
কিশোরীর অজান্তে জাকির তাকে দুলালের কাছে ৮০ হাজার টাকায় বিক্রি করে দেন। পরে মঙ্গলবার রাতে দুলাল ও তাঁর স্ত্রী ফাতেমার সহযোগিতায় চার-পাঁচজন যুবক কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠায়।
রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলী বলেন, ঘটনাটির ন্যক্কারজনক। ধর্ষণের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর দাদি বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply