শুক্রবার, ২০ মে ২০২২, ০৮:২৩ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক :
যশোরে আলদা মামলায় দুইজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল আলাদা শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আসামিরা হলো যশোর সদরের জিরাট গ্রামের নজরুল ইসলামের ছেলে ইউসুফ আলী ও ঝিকরগাছার ছুটিপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আত্তাপ আলী।
মামলার অভিযোগে জানা গেছে, ফরিদপুরের বোয়লমারি থানার চর শেখর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক সরদার ও তার ছেলে গত ২ ফেব্রুয়ারি যশোর আদালতে একটি মামলার হাজিরা দিতে আসেন। কোর্টের কাজ শেষে ভাড়া মাইক্রোতে উঠার সাথে সাথে আসামি নাইচ খান ও সোহলে রানা দ্রুত মাইক্রোতে উঠে দরজা লাগিয়ে গলায় ছুরি ধরে তাদের ইচ্চামত মাইক্রো নিয়ে যায়। পথিমধ্যে অপর আসামিরা মাইক্রোতে ওঠে এবং জিরাট গ্রামের মৃত জাকির সরদারের মেয়ে শিল্পীর বাড়িতে নিয়ে আটকে রাখে। এরপর তারা তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। বাড়িতে থাকা ছোট ছেলের কাছে ফোন করে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠিয়ে দেয় ছোট ছেলে। পরে সুযোগ বুঝে সাথে থাকা ছেলে ৯৯৯ কল করলে পুলিশ তাদের উপদ্ধার ও কয়েকজনকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুপ্রভাত মন্ডল আটক ইউসুফ আলীর ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারকা ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে গত ৮ ফেব্রুয়ারি যশোরের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ছুটিপুর বাজারের আল্লাহর দান অটো এন্ড মোটরসাইকেল সার্ভিসিং ওয়ার্কসটে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পাালিয়ে গেলেও দুইজনকে আটক ও দুইটি নম্বর বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। এব্যাপারে ডিবির এসআই শফি আহমেদ রিয়েল বাদী হয়ে আটক দুইজনকে আসামি করে ঝিকরগাছা থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই রইচ আহমেদ আটক দ্জুনের ৫ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক আসামি আত্তাপের ১ দিনের রিমান্ড মঞ্জুর ও অপর আসামি এনামুলের রিমান্ড নামঞ্জুরের আদেশ দিয়েছেন।
Leave a Reply