রবিবার, ২২ মে ২০২২, ০৪:৪২ অপরাহ্ন
জয় বাংলা নিউজ প্রতিবেদক :
ঝিকরগাছার পনিসারা ইউপি নির্বাচনী সহিংসতা মামলায় ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট
যশোরের ঝিকগাছার পানিসারা ইউনিয়ন নির্বাচনে সহিসং ঘটনার মামলায় ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই জুয়েল রানা।
অভিযুক্ত আসামিরা হলো ঝিকরগাছার রাজাপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে সেলিম রেজা, নওশের আলীর ছেলে আজহারুল ইসলাম লাবু ও মাজহারুল ইসলাম বাবু, মৃত কেনায়েত আলীর ছেলে রফিক, মৃত জামাল সরদারের ছেলে মুনতাজ, মৃত ওয়াজেদ সরদারের ছেলে নুর ইসলাম ফকির, মৃত আবু হানিফের ছেলে পলাশ, জনি, সাইফুল ইসলাম নেদা ও তার ছেলে মিঠু, মৃত আশাকুলের ছেলে মামুন হোসেন, মোহিনীকাটি গ্রামের আকছেদ আলীর ছেলে কবির হোসেন এবং সদরের তেঘরিয়া গ্রামের ওয়াদেজ সরদারের ছেলে মিন্টু ড্রাইভার।
মামলার অভিযোগে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিকরগাছার পানিসারা ইউনিয়ন থেকে জাকির হোসেন পিপলু ও নওশের আলী চেয়ারম্যান পদে প্রার্থী হন। ২০২১ সালের ২৮ অক্টোবর সন্ধ্যায় পিপলু তার লোকজন নিয়ে নির্বাচনী প্রচারনার উদ্যেশ্যে বেজিয়াতলা মালোপাড়া মোড়ে পৌঁছায়। এসময় অপর প্রার্থী নওশের আলীর ছেলে লাবুর নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। হামলাকারীরা হাশেম, মাহাবুর রহমান, মিলন, সিরাজুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করে। ভাংচুর করে বেশ কয়েকটি মোটরসাইকেল।
এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে হামরাকারীরা পালিয়ে যায়। এ ব্যপারে পাাপলুর ভাই মিলন মাহমুদ বাদী হয়ে ওই ১৪ জনসহ অপরিচিত কয়েকজনকে আসামি করে ঝিকরগাছা থানা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকয় ওই ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত তিনজন বাদে সকল আসমিকে পলাতক দেখানো হয়েছে।
Leave a Reply