বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৯:১১ অপরাহ্ন
জাগো নারী জাগো
অনিতা আনন্দ
হে নারী তুমি জাগো,
নারী তুমি কি জানো?
সৃষ্টিকর্তা তোমায় দিয়েছেন
অশেষ সন্মান।
নারী তুমি যে মায়ের জাত,
নারী তুমি যে শ্রেষ্ঠ সম্পদ।
নারী শক্তিই শ্রেষ্ঠ শক্তি।
জাগো নারী তুমি জাগো।
নারী তুমি দূর্গারুপ ধারী,
তোমার দশ হাত দিয়ে প্রতিহত করো,
সমাজের কুসংস্কার গুলি।
জাগো নারী জাগো,
গর্জে উঠো হে নারী।
সমাজের কুসংস্কার ভেঙে,
নিজের ইচ্ছেকে প্রধান্য দিয়ে,
পদে পদে প্রমান দিয়ে যাও,
তুমি পরো — —
তুমিও সব পারো, হে নারী।
নারী তুমি জাগো,
গর্জে উঠো হে নারী।
ছেলে হয়ে যারা মহান ভাবে,
তাদের জন্ম দেও তুমি,
জাগো হে নারী।
যাতে কোন হিংস্রতা
তোমার সুযোগ —
না নিতে পারে।
নারী তুমি জাগো,
জাগো হে নারী —–
তুমি জাগো।
Leave a Reply