বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১০:২৯ অপরাহ্ন
একুশ এলেই বাঙালি
কাজী নূর
ফেব্রুয়ারি এলেই মনে পড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
৫২’র রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারির কথা,
গভীর শ্রদ্ধায় উচ্চারিত হয় রফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা অসংখ্য শহীদের বীরত্বগাঁথা।
যে শহীদেরা মায়ের ভাষা বাংলায় কথা বলার জন্য
বেঁধেছিল “রাষ্ট্রভাষা বাংলা চাই” স্লোগান,
যাদের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ,
যে বীরেরা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে
অকাতরে বিলিয়েছিল প্রাণ।
যে সূর্য সন্তানদের দুর্বার আন্দোলনের ফলে বাংলা ভাষা
পেয়েছিল রাষ্ট্রীয় মর্যাদা।
এমন বিরল আত্মত্যাগ ইতিহাসে প্রথম এবং অমলিন,
যাদের জীবনের বিনিময়ে আজ আমরা
বাংলায় কথা বলি, বাংলায় লিখি,
যাদের বোনা স্বপ্নে আমরা বাংলাভাষী।
অথচ আজ…
আজ একুশ এলেই আমরা বাঙালি…
শুধু একুশ এলেই শহীদদের স্মরণ করি
ওই একটি দিনের জন্য সমবেত কণ্ঠে গেয়ে উঠি
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি!”
একুশের প্রথম প্রহরে দলবেঁধে যাই,
শহীদ বেদীতে ফুল দেই
বুকে কালো ব্যাজ ধারণ করে সাদাকালো পোষাকে
চলে পদযাত্রা, সভা- সমাবেশ,
রঙ বেরঙে নানা সাজে চলে কতো না আয়োজন!
কখনও ভেবেছি কি আমরা –
একুশের অবিনাশী চেতনা বাস্তবায়ন খুব প্রয়োজন!
বাঙালির ইতিহাসে একুশ শুধু একটি তারিখ নয়,
একুশ হলো একটি চেতনার বীজমন্ত্র।।
Leave a Reply