বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ১০:২৭ অপরাহ্ন
রক্তের দামে
এম এ কাসেম অমিয়
বাংলা আমার প্রাণের ভাষা
রক্তের দামে কেনা,
রক্ষা করতে জীবন দিল
কত ভাষা সেনা
বাংলা আমার মায়ের ভাষা
বর্ণমালা আদি,
সব ভাষারই সেরা ভাষা
মধুর সুরে সাধি!
হাজার বছর যে ভাষাতে
কথা বলি মোরা,
সেই ভাষাটি কেঁড়ে নিতে
চেয়েছিল ওরা!
আটই ফাল্গুন ঊনষাটে
কারফিউ দিল দেশে,
উর্দু হবে রাষ্ট্র ভাষা
বললো অবশেষে।
মায়ের ভাষা কেড়ে নেবে
তাই কখনো হয়!
বজ্রকণ্ঠে বীর বাঙালী
পাইনি কারো ভয়।
ফুঁসে উঠে আমজনতা
দল বেঁধে এক সংগে,
বাংলা ভাষা রাষ্ট্র ভাষা
দিতেই হবে বঙ্গে।
কারফিউ ভেঙ্গে মিছিল ছোটে
বাংলাভাষা চেয়ে,
পাক হানাদার ঘেরোয়া করে
ছাত্র সমাজ যেয়ে।
মিছিল গেলে মেডিকেলে
বাড়ে হায়নার দুখ,
বুলেট মেরে ঝাঁঝরা করে
ছাত্র দেরই বুক!
ফিনকি দিয়ে রক্ত ছোটে
রাঙা হলো রাজপথ,
শহীদ হলো জব্বার সালাম
রফিক শফিক বরকত!
বাংলা ভাষার বিজয় গাঁথা
রক্ত দিয়ে গড়া!
এ বিজয়ে বাজিয়ে দেয়
স্বাধীনতার কড়া!
Leave a Reply