মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০১:৩৫ পূর্বাহ্ন
যদিও নিবেদিত ছিলাম
জাহিদুল যাদু
শহীদ মিনারে, বিজয় স্তম্ভে, প্যারেড মাঠে
প্রথম সারির কেউই নই আমি।
ঐতিহাসিক প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনে
কস্মিণকালেও বিজয়ী হইনি।
আমার ফুল লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে
কতটুকু সফল! আমার জানা নেই,
আমি সত্যিই সন্দিহান!!
আমি কখনো শহীদ বেদীর খুব কাছে পৌঁছুতে পেরেছি
এমনটা আমার স্মরণে নেই।
আমার রাতজাগা টকটকে লালচোখ,
দেশপ্রেমে দ্রবীভূত দুরু দুরু বুক-
রাজনৈতিক নেতাকর্মী আর প্রথম শ্রেণীর আমলার হামলায়
শেষ সারিতে সমর্পিত হয়েছে বারবার।
অদ্যাবধি আমার হাতের রক্তাভ প্রতিটি গোলাপ স্তুপাকৃত
ফুলের পাহাড়ে আরোহণ করেছে নিতান্ত নিরুপায়-
বেদী স্পর্শ করতে পারেনি একটিবারও।
আমার মখমল কণ্ঠে একের পর এক বিবৃত হয়েছে ক্ষমতার নাম, দালালের নাম,
অর্থবিত্ত আর বৈভবের কর্পোরেট ব্যানার ও স্লোগান ক্রমাগত।
আমার শরীর ভিজেছে ঘামে অন্তর কেঁদেছে হীনমনে।
যদিও আমি দেশমাতৃকা এবং মাতৃভাষার প্রতি নিবেদিত ছিলাম
তবুও আমার শ্রদ্ধার্ঘ্য যথাযথ অপর্ণ করতে পারিনি কখনও!!!
Leave a Reply