বুধবার, ২১ এপ্রিল ২০২১, ০৭:৪৮ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি: জাগপা যশোর জেলা শাখার অন্যতম নেতা শ্রী প্রতাপ বিশ্বাস ত্ত সৌরভ বিশ্বাসের পিতা,”শ্রী বিমল বিশ্বাস “গুরুতর অসুস্থ অবস্থায় যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি আছেন।আজ ২৬ জুলাই ২০১৯ ‘বিমল বিশ্বাসকর দেখতে হাসপাতালে ছুটে যান ত্রবং চিকিৎসার খোঁজখবর নেন,জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা” যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি,মোঃ নিজামদ্দিন অমিত।ত্র সময় জাগপা জেলার নেতৃবৃন্দ সাথে ছিলেন। আমরা শ্রী বিমল বিশ্বাস এর আশু রোগমুক্তি সুস্থতা কামনা করছি।
Leave a Reply