মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০১:০৩ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক :
উসমান খাজা। পাকিস্তানি বংশোদ্ভূত। তাই বলে পাকিস্তানের প্রতি দরদ দেখাবেন, সেটা অন্তত নয়। মাঠের খেলায় নিজেকে উজাড় করে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করলেন তিনি। তবে আফসোস খাজার জন্য। মাত্র তিন রানের জন্য সেঞ্চুরির দেখা পেলেন না।
উসমান খাজা আউট হয়েছেন ৯৭ রানের ইনিংস খেলে। বল খেলেছেন তিনি ১৫৯টি। উইকেটে সময় কাটিয়েছেন ২২২ মিনিট। ১৫টি বাউন্ডারির মার মেরেছেন তিনি।
রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের করা ৪৭৬ রানের জবাব দিতে নেমে বেশ ভালো অবস্থানেই রয়েছে অস্ট্রেলিয়া। দুই ওপেনার উসমান খাজা এবং ডেভিড ওয়ার্নার মিলে গড়েছেন ১৫৬ রানের বিশাল জুটি।
১১৪ বল খেলে ৬৮ রান করে আউট হন ওয়ার্নার। সাজিদ খানের বলে বোল্ড হন তিনি। নৌমান আলির বলে ইমাম-উল হকের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরে যান উসমান খাজা।
ম্যাচের তৃতীয় দিনে ৭২ ওভার বল করে অস্ট্রেলিয়ার মাত্র দুটি উইকেট ফেলতে পেরেছে পাকিস্তান। আলোর স্বল্পতার কারণে আজও ২৮ ওভার আগে খেলা শেষ হয়ে যায়।
তৃতীয় দিন শেষে তাই অস্ট্রেলিয়ার রান দাঁড়িয়েছে ৭৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭১। ১১৭ বল খেলে ৬৯ রানে অপরাজিত রয়েছেন মার্নাস ল্যাবুশেন এবং ৫৫ বলে ২৪ রানে উইকেটে রয়েছেন স্টিভেন স্মিথ। পাকিস্তানের চেয়ে এখনও ২০৫ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দু’দিন খেলেছে পাকিস্তানই। ইমাম-উল হক এবং আজহার আলির সেঞ্চুরিতে ৪ উইকেটে ৪৭৬ রানে ইনিংস ঘোষণা করে তারা। ইমাম-উল হক ১৫৭ এবং আজহার আলি করেন ১৮৫ রান।
Leave a Reply