বুধবার, ১৮ মে ২০২২, ১২:২৮ পূর্বাহ্ন
জয় বাংলা নিউজ ডেস্ক :
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে টানা ১০ দিনের মতো চলছে সংঘাত। দুই পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। এ নিয়ে ইউক্রেনে আগ্রাসনের বিষয়ে আগামীকাল রবিবার (৬ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন এই তথ্য নিশ্চিত করেছেন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। তিনি বলেন, এই সঙ্কট সমাধানে তুরস্ক সাহায্য করতে প্রস্তুত।
ইস্তানবুলে সাংবাদিকদের কালিন বলেন, তুরস্কের প্রস্তাব হচ্ছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজন করা। একইসঙ্গে তুরস্ক অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে।
এছাড়া তিনি জানান, তুরস্ক মস্কো বা কিয়েভের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবে না।
Leave a Reply