মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১১:২৫ অপরাহ্ন
বাঁধাকপি
অন্নপূর্ণা দাস
এ কেমন বাঁধনে বেঁধেছো তুমি আমায় বাঁধাকপি?
প্রশ্ন আসে মনে,কে তুমি বাঁধাকপি ?
এই বিশ্ব প্রকৃতির সুন্দর সৃষ্টি,
যাকে আমি অবাক হয়ে দেখি
এতো ভালোবাসা দাও,
এতো সুন্দর শিক্ষা তুমি দাও
তবুও বুঝিনা আমি ছোট্টো কথা ,
মূল্য অনেক,বুঝলে সমস্যার হয় সমাধান,
কেন বুঝিনা জানিনা ,
তবে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি
এটুকু বুঝেছি তোমার বাঁধন খোলার ক্ষমতা আমার নেই,
এটা শক্ত বাঁধন ,এ বাঁধন ভালোবাসার
তোমার একটা ডাট ,সব পাতাকে আটকে রেখেছে
মনে হয় পরমআত্মা তার ভালোবাসা দিয়ে
বেঁধে রেখেছে প্রতিটি জীব আত্মাকে ,
এযেন এক শক্ত বাঁধন,যা আমার প্রকৃত ভালোবাসা,
যা আমি, তবু আমরা বোকা ,তাই এতো মতোভেদ ,
এত লড়াই করি ধর্ম নিয়ে ,
তুমি বারেবার শিক্ষা দাও ,
তবু আমরা বুঝতে চাই না
আসলতো শুধু ভালোবাসা,বাকি সব নকল
এটার জন্য তুমিও দ্বারেদ্বারে ঘুরে বেড়াও ,
নানারকম ছলোনা করো,আমি বুঝেও বুঝিনা,
এটা তুমি না বোঝালে ,আমার বোঝা হবে না
তাই বলি হাতটা তুমিই ধরো,রাস্তাটা তুমি দেখাও,
আমাকে গন্তব্যে তুমিই পৌঁছে দিও,
যেমন করে রাধা,আম্রপালী,মীরা,নিবেদিতা পৌঁছেগেছে,
আমিও চাই পৌঁছাতে||
Leave a Reply