সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০২:১৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোর সদরে বিজয় দাস নামের এক তৃতীয় শ্রেণির ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে বালিয়াডাঙ্গা আদর্শ পাড়ার আনন্দ দাসের ছেলে।
নিহতের মা মিনা বিশ্বাস জানান বৃহস্পতিবার বিকেলে বিজয় দাস কোচিং করতে বের হয়। এ সময় আমি মাঠে ছাগল নিয়ে যাই। মাঠ থেকে সন্ধ্যার সময় ফিরে এসে দেখি বিজয় দাসের গলায় ওড়না পেঁচানো। এ সময় প্রতিবেশিদের খবর দেই। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়।
জরুরী বিভাগের ডাক্তার নাজমুল হাসান তুহিন সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা বিজয় দাসের মৃত্যু রহস্যজনক।
যশোর কোতয়ালি থানার ডিউটি অফিসার মতিয়ার রহমান গলায় ফাঁস দিয়ে বিজয় বিশ্বাস নামে এক শিশু আত্মহত্যা করেছে বলে নিশ্চিত করেছেন।
Leave a Reply