রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০২:৫৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: কূটনৈতিক,আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গন,জাতিসংঘসহ সমকালীন নানা বিষয়ে দক্ষতা অর্জনের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছায়া জাতিসংঘ সমিতি চার দিনব্যাপী আয়োজন করতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রথমবারের মতো আয়োজিত এ সম্মেলন শুরু হবে আগামী ১৭ জুলাই এবং শেষ হবে ২০ জুলাই। এ উপলক্ষে বুধবার দুপুরে যবিপ্রবি ছায়া জাতিসংঘ সমিতির পৃষ্ঠপোষক ও সহাকারী অধ্যাপক মোহাম্মদ নওশীন আমিন শেখর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের আদলে ছায়া সম্মেলনে বৈশ্বিক সমস্যা, সম্ভাবনা এবং উত্তরণের বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীরা এর মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতি, রাজনৈতিক অঙ্গন, জাতিসংঘ প্রভৃতি বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করে থাকে। তা ছাড়া এর মাধ্যমে আত্ম-উন্নয়নমূলক বিভিন্ন গুণাবলী যেমন: গঠনমূলক সমালোচনা ও চিন্তাধারা, সৃজনশীলতা,নেতৃত্ব, সংকটপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ, পেশাদারিত্ব, দলগতভাবে কাজ করা, সুস্থ বিতর্ক চর্চা ইত্যাদি বিষয়ে দক্ষতা অর্জন করে থাকে।
ছায়া জাতিসংঘ একটি সহশিক্ষা কার্যক্রম যাতে শিক্ষার্থীরা জাতিসংঘ এবং জাতিসংঘের আদলে সাজানো কমিটিগুলোতে বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে থাকেন।
Leave a Reply