বুধবার, ২১ এপ্রিল ২০২১, ০৮:১১ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সদস্য এম এ জলিল ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক হাসানুর রশীদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীর দায়ের করা মানহানি মামলায় আদালতের সমন জারি এবং ষড়যন্ত্রমুলক মাদক মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শহিদ জয়, সহ-সভাপতি মুর্শিদুল আজিম হিরু, সাধারণ সম্পাদক মোঃ আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক এস.এম. ফরহাদ, দপ্তর সম্পাদক ইকতিয়ার রহমান ইমন, কোষাধ্যক্ষ গালিব হাসান পিল্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুজ্জামান মনি এবং কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান সাইফ এ মামলা দায়ের ঘটনায় নিন্দা জানান এবং অবিলম্বে হাসানুর রশীদের সমন প্রত্যাহার এবং এম এ জলিলের নি:শর্ত মুক্তি দাবি করেন।
Leave a Reply