বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ০৮:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : যশোর আদালতের বিচারক সংকটের সমাধান ও বরগুনার রিফাত হত্যা এবং কেশবপুরের কিশোর ভ্যানচালক শাহিন হত্যা প্রচেষ্টার সাথে জড়িতদের দ্রæত বিচারের দাবিতে বুধবার সকালে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী ফরিদুল ইসলাম,গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি আবুল হোসেন,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু,অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু প্রমুখ।
আইনজীবী নেতারা বলেন যশোর আদালতে বিচারক সঙ্কটের কারণে হাজার হাজার মামলা বিচারের অপেক্ষায় পড়ে আছে। অবিলম্বে আদালতের এই বিচারক সঙ্কটের সমাধানের মাধ্যমে দেশে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।
Leave a Reply