বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ০৭:৪৩ অপরাহ্ন
যশোর প্রতিনিধি: যশোর সদরের বালিয়া ভেকুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেনীর এক শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে ওই স্কুলের শিক্ষক ইউসুফ আলী (৪৮) কে বেধড়ক মারপিট করে। এ সময় ওই শিক্ষককে উদ্ধার করতে গিয়ে বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক জাহাঙ্গীর হোসেন (৩৭)সহ ৭ জন আহত হয়েছে। জাহাঙ্গীর হোসেনকে উ্দ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে যশোর কোতয়ালি থানার এসআই মনিরুল ইসলাম জানান,মঙ্গলবার দুপুরে খবর পান যশোর বালিয়া ভেকুটিয়া গ্রামে স্কুল শিক্ষককে স্কুল শিক্ষার্থী (১২)কে নিপীড়নের অভিযোগে ঘরের মধ্যে আটকে রেখে মারপিট করা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে জানতে পারি কৃষি শিক্ষক ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গায়ে হাত দেওয়ার অভিযোগ ওঠে। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক ইউসুফ আলী জানান সম্প্রতি বিদ্যালয়ের অনুষ্ঠিতব্য পরীক্ষায় এক শিক্ষার্থী অংক পরীক্ষায় খারাপ করায় শিক্ষক ইউসুফ আলীর কাছে অংক বিষয়ে পাশ করিয়ে দেওয়ার অনুরোধ জানান। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ওই শিক্ষার্থী দোতলা থেকে নামতে গিয়ে ওই শিক্ষকের গায়ে ইচ্ছে করে ধাক্কা দেয়।
এ ঘটনায় শিক্ষক শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার মা কমলা বেগমের কাছে বিষয়টির জন্য ক্ষমা চাই। এ সময় কমলা বেগম কথা বার্তার এক পর্যায় ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজা আটকে দিয়ে চিৎকার দেয়। এ সময় কমলা বেগমের ভাই আলাউদ্দিন ঘরের মধ্যে ঢুকে ইউসুফ আলীকে বেধড়ক মারপিট করে। পরে ওই বিদ্যালয়ের ইংরাজী শিক্ষক একই এলাকার মোহাম্মদ হানিফের ছেলে জাহাঙ্গীর হোসেন ইউসুফ আলীকে দেখতে যান ওই বাড়িতে। এ সময় জাহাঙ্গীর হোসেনের উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করতে থাকে। জাহাঙ্গীর হোসেনকে উদ্ধার করতে গিয়ে বৃদ্ধ বাবা মোহাম্মদ হানিফ,ছোট ভাইফ ফারুকেও মারপিট করা হয় বলে মোহাম্মদ হানিফ অভিযোগ করেন। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শহিদুজ্জামান অভিযোগ করেন,সম্প্রতি উক্ত বিদ্যালয়ে নির্বাচনে উক্ত দু’জন শিক্ষক তার পক্ষে থাকায় চেয়ারম্যান শাহারুল ইসলাম পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সমীর কুমার সরকার জানান,ইউসুফ আলীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। শিক্ষক জাহাঙ্গীর হোসেনের উপর হামলার ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ দিকে সন্ধ্যা ৭ টায় ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান প্রেসক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন,চেয়ারম্যান শাহারুল ইসলাম বিদ্যালয়ে নির্বাচনে পরাজিত হওয়ায় এবং ওই দু’ শিক্ষক তার পক্ষে থাকায় তাদেরকে পূর্ব পরিকল্পিত ভাবে মারপিট করা হয়েছে।
Leave a Reply