বুধবার, ২১ এপ্রিল ২০২১, ০৫:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা প্রদান, পেনশন ভাতা চালু এবং জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবিতে সোমবার যশোর পৌরসভা চত্বরে কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন।
এ সময় বক্তব্য রাখেন যশোর পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি আফজাল হোসেন, সাবেক সভাপতি শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোকসেদ আলী প্রমুখ।
বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পৌরসভার মাধ্যমে পৌরবাসীকে কর্মকর্তা-কর্মচারীরাই বিভিন্ন সেবা প্রদান করছেন। তাই দ্রুত রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা প্রদান এবং অবসরের পর পেনশনের ব্যবস্থা করতে হবে। এজন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।’
Leave a Reply