বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৬:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: হাসপাতালে আনার সময় লেগুনা গাড়ি উল্টে ফারজানা ইয়াসমিন (৩৫) নামের এক গৃহবধূ আহত হয়। রোববার বিকেলে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে যশোর সদরের শাহবাজপুর গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী।
তরিকুল ইসলাম জানান যশোরের একটি হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. ইলা মন্ডলের কাছে সোমবার তার স্ত্রী ফারজানা ইয়াসমিনের সিজার করা কথা ছিল।
রেববার বিকেলে বাড়ি থেকে লেগুনা গাড়িতে করে আমি,আমার বাচ্চা ও ফারজানাসহ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে যশোর ঝিনাইদহ সড়কের কাঠালতলা ব্রিজ এলাকায় পৌছালে গাড়িটি উল্টে যায়। এ সময় গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গাইনি বিশেষজ্ঞ ডাক্তার তানজিলা ইয়াসমিন তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতয়ালি থানার এসআই লিটন দাস অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করেন।
Leave a Reply