শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৭:৩২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: সুস্বাস্থ্যেই সুবিচার,মাদক মুক্তির অঙ্গীকার’ এ শ্লোগন সামনে রেখে যশোরে মাদক দ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালো জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য র্যালি। র্যালির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মুহাম্মদ শফিউল আরিফ। র্যালিটি কালেক্টরেট চত্ত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত পরিচালক আবুল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক রেজায়ে রাব্বি,অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন,প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
পরে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিেেসবে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের কর্মকর্তা-কর্মচারী ও সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply