মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:০৩ পূর্বাহ্ন
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় “মেসার্স তদবীর মার্কেট, কালিগঞ্জ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের জের ধরে সম্পাদক জিএম নূর ইসলাম ও কালিগঞ্জ ব্যুরো প্রধান আশেক মেহেদীর বিরুদ্ধে সাতক্ষীরা ২ নম্বর বিজ্ঞ আমলী আদালতে মানহানির মামলা হয়। মামলাটি করেন কালিগঞ্জ উপজেলার বাজার গ্রাম রহিমপুর গ্রামের মৃত শেখ আব্দুল লতিফের পুত্র শেখ অজিয়ার রহমান।
এ মামলার প্রতিবাদে দৈনিক দৃষ্টিপাত পত্রিকার পাঠক ফ্রমের উদ্যোগে মঙ্গলবার (২৪ জুন) বিকাল ৫ টায় ভেটখালী বাজারে মানববন্ধন অনুষ্ঠিত করে।এতে সভাপতিত্ব করেন সাংবাদিক হাজী মুরাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি শাহ আলম,মৌতলা প্রতিনিধি মাসুদ পারভেজসহ শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার সকল সাংবাদিকগন। অনুষ্ঠান পরিচালনা করেন জাকির হোসেন ও গাজী খালিদ।
Leave a Reply