মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৩:১০ অপরাহ্ন
আলআমিন হোসেন
দুঃখ কে জয় যায় না করা
বড়ই শক্তি ধর,
জীবের উপর ভর করিয়া
বাঁচে জীবন ভর।
সুখ ধরিতে দুখ তারাতে
চেষ্টার অন্ত নাই,
দু্ঃখ এলে সুখ চলে যায
কেমনে ধরি তাই।
সুখ দুই ভাইএর আড়িম
সারা জীবন ভর,
কেউ কারো মুখ দেখতে চায়না
সত্যি যেন পর।
দুঃখ জয় যায় না করা
তাই জীবনে রয়,
সুখ বাঁধিয়া যায়না রাখা
তাইকি প্রাণে সয়?
সুখ বেশী না দুঃখ বেশী
করতে নিরুপণ,
নানা রকম মতবাদ সব
দিবে হাজার জন।
সুখ দুঃখ দিয়া ভাইরে
এই জীবন গড়া,
দুঃখ যাবে বনবাসে
মৃত্যু দিলে ধরা।
Leave a Reply