মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে গৃহবধূ রিপা খাতুন হত্যা মামলায় আটক স্বামী ইমরানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক পুলিশের চাওয়া সাতদিনের প্রেক্ষিতে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সাথে আদালত ইমরানের মা রিজিয়া বেগমের রিমান্ড না মঞ্জুর করেন। ইমরান হোসেন যশোর সদর উপজেলার বাগডাঙা গ্রামের তক্কেল সরকারের ছেলে।
গত ৮ এপ্রিল বিকেলে যশোর সদর উপজেলার বাওরকান্দা গ্রামের ধান ক্ষেতের মধ্যে থেকে রিপার লাশ উদ্বার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা ঝিকরগাছা উপজেলার বিষেহরি গ্রামের মোশারফ হোসেন যশোর কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় স্বামী ও শ্বাশুড়ির নাম সহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বাদ উল্লেখ করেন, ১০ বছর আগে রিপা খাতুনের সাথে ইমরান হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সাকিবুল ইসলাম রিফাত (৮) নামে একটি ছেলে সন্তান রয়েছে। কিন্তু এক বছর আগে ইমরান রিপার বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে প্রতিনিয়ত ইমরান হোসেন স্ত্রী রিপাকে শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করতে থাকেন। গত ৬ এপ্রিল রিপা মোবাইল করে নির্যাতনের বিষয়টি তার বাবা মাকে জানিয়ে তাকে নিয়ে যেতে বলেন। পরদিন দুপুরে থেকে রিপার ব্যবহৃত মোবাইল বন্ধ হয়ে যায়। ৮ এপ্রিল বেলা ১১টার দিকে ইমরানের বাড়িতে এসে রিপাকে খোঁজ করেন তার বাবা। এ সময় ইসরানের বাড়ি থেকে বলা হয় রিপা ৭ এপ্রিল রাত ৮টার দিকে কোথায় যেন চলে গেছে তাকে খুজে পাওয়া যাচ্ছে না। পরে রিপার লাশ পাওয়া যায় ধানক্ষেতে।
Leave a Reply