শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: যশোরে যমুনা ফিড কোম্পানির আট লাখ টাকা মূল্যের মাছের খাবার চুরির ঘটনায় আটক দু আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সিনিয়ল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক পুলিশের সাতদিনের বিপরীতে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামীরা হলেন, ফরিদপুর জেলার মধুখালী থানার হাটঘাটা গ্রামের মানিক শেখের ছেলে নিজাম উদ্দিন শেখ ও একই এলাকার দিঘলিয়া গ্রামের মৃত জাইদুলের ছেলে ইলিয়াস হোসেন।
আটকৃতরা হলেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ধুলীঘর গ্রামের অমল চন্দ্র বর্মণ ও তার স্ত্রী শেফালী বর্মণ এবং একই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে আব্দুল হামিদ।
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ঘুনি রাস্তার কাছে যমুনার ফিস ফিড কোম্পানির ট্রাক ভর্তি আট লাখ টাকার ফিসফিড গায়েব হয়ে যায়। ২০১৫ সালের ১৫ আগস্ট রাতে (ঢাকা মেট্টো-ড-১৬-৯৯২০) ট্রাক ভর্তি ওই ফিড বরিশালে যাওয়ার উদ্যেশ্যে রওনা হয়। ১৭ আগস্ট পৌছানোর কথা থাকলেও ট্রাকটি আর খুজে পাওয়া যায়না। এঘটনায় বসুন্দিয়া ট্রাক ট্রান্সপোর্ট শ্রমিক অফিসের সাধারণ সম্পাদক কেসমত আলী বাদী হয়ে ১৯ আগস্ট কোতয়ালি থানায় একটি মামলা করেন। এই মামলা চালক মঞ্জু হোসেন এবং ট্রাকের মালিক আনোয়ার হোসেনকে আসামি করা হয়। প্রথমে মামলাটি কোতোয়ালী থানার এসআই তৌহিদ তদন্ত করে । পরে তদন্তের ভার যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পর। পিবিআই তদন্ত করে এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমান পাওয়ায় তাদেরকে রিমান্ডের আবেদন জানান। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
Leave a Reply